কম্বোডিয়া ভিসার দাম ২০২৪|কম্বোডিয়া কাজের বেতন

Cambodia Job Salary

কম্বোডিয়াতে সম্পর্কে ইতিমধ্যে হয়তো আপনারা অনেকেই কিছু তথ্য সংগ্রহ করেছেন| তবে আমরা আপনাদের কম্বোডিয়া সম্পর্কে কিছু তথ্য জানাতে চাই, এতে করে আপনার স্বপ্নের দেশটি নিয়ে কিছুটা জ্ঞান বৃদ্ধি পাবে| কম্বোডিয়া দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশ| দেশটির অধিকাংশ জনসংখ্যায় বৌদ্ধ ধর্মাবলী| দেশটিতে শ্রমিক সংকট থাকায় কয়েকটি দেশ থেকে তারা শ্রমিক নিয়ে থাকে| এই দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম|

কম্বোডিয়া ভিসার দাম ২০২৪

কম্বোডিয়া ভিসার দাম নিয়ে অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন রয়েছে| কেউ মনে করেন দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটিতে যেতে বেশ মোটা অংকের টাকা খরচ করতে হয়| আবার অনেকেই স্বল্প টাকায় খুব দ্রুত সময়ের মধ্যে কম্বোডিয়া ভিসা হাতে পেয়ে যায়|

২০২৪ সালে কম্বোডিয়া ভিসার দাম ৬ থেকে ১০ লক্ষ টাকা| কম্বোডিয়া ভিসার বেশ কিছু প্রকারভেদ রয়েছে| উক্ত প্রকারভেদ এর উপর ভিত্তি করে দামের পার্থক্য হয়ে থাকে| ৬ থেকে ১০ লক্ষ টাকার মধ্যেই ২০২৪ সালে এশিয়ার এই দেশটিতে যাওয়া সম্ভব|

কম্বোডিয়ার ভিসা প্রসেসিং ফি কত টাকা

চার থেকে বারো হাজার টাকা পর্যন্ত খরচ হয় কম্বোডিয়া ভিসা প্রসেসিং করতে| এক্ষেত্রে সিঙ্গেল এন্ট্রি এবং ডাবল এন্ট্রির ক্ষেত্রে আলাদা খরচ বহন করতে হয়|এছাড়াও টুরিস্ট স্পেশাল ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রেও রয়েছে খরচের পার্থক্য|

কম্বোডিয়া ওয়ার্ক পারমিট ভিসার খরচ কত

ভিসার খরচ বলতে আমরা বুঝি ভিসা আবেদন থেকে শুরু করে প্লেনের টিকিট পর্যন্ত| অর্থাৎ কোন দেশে যেতে হলে প্রথমে ভিসার আবেদন করতে হয় এবং সর্বশেষ এয়ারলাইন্স টিকিট বুকিং এর মাধ্যমে এর খরচ শেষ হয়| এক্ষেত্রে ওয়ার্ক পারমিট ভিসার জন্য আনুমানিক ৬ থেকে ১০ লক্ষ টাকা খরচ হবে|

বিশেষ করে আপনি কোন এজেন্সির মাধ্যমে আপনার ভিসাটি প্রস্তুত করতে চাচ্ছেন সেটি অনেক লক্ষনীয় বিষয়| বাংলাদেশে অনেক বৈধ এজেন্সি রয়েছে তবে অনেক এজেন্সি আছে যারা বিপুল পরিমাণ অর্থ প্রতারণা করে থাকে| তাই ভিসা প্রসেসিং করার আগে অবশ্যই এসএসসি সম্পর্কে জেনে নিবেন|

কম্বোডিয়ায় কোন কোন কাজ পাওয়া যায়

কমোডিয়ায় বাঙালিরা বেশ কয়েক ধরনের কাজ করে থাকে| মূলত যারা বুদ্ধি খাটিয়ে কাজ করে তাদেরকে ধারা বেশি পছন্দ করে থাকে|আসুন আমরা দেখে নেই বাঙালির কমোডিয়াতে কোন কোন কাজ করে থাকে|
  • লেবার
  • কনস্ট্রাকশন
  • কৃষি
  • রেস্টুরেন্ট
  • Cleaner

কম্বোডিয়ার টুরিস্ট ভিসার দাম কত

কম্বোডিয়ার টুরিস্ট ভিসার দাম হল তিন লক্ষ টাকা| তবে ভিসা প্রসেসিং এয়ারলাইন্স খরচ ইত্যাদির ওপর নির্ভর করে দাম কিছুটা কম বেশি হতে পারে| টুরিস্ট ভিসা নিয়ে কম্বোডিয়াই আপনি তিন মাস অবস্থান করতে পারবেন|

নবীনতর পূর্বতন